চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৫ তারিখে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা সাকিনস্থ লদের বাড়িতে অভিযান চালিয়ে ৫৬ বছর বয়সী মোঃ মিলন রশীদকে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০৭, ধারা ৩৬(১) সারণি ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ মিলন রশীদ স্বল্প মূল্যে ইয়াবা ও অন্যান্য মাদক ক্রয় করে যুব সমাজকে টার্গেট করে বিক্রি করছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও তিনি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কার্যক্রমে যুক্ত ছিলেন।
চাঁদপুর জেলা পুলিশ জনসংহতির স্বার্থে মাদকবিরোধী শূন্য সহনশীল নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালিত হয়েছে।
স্থানীয় সমাজ বিশেষজ্ঞরা মনে করছেন, এমন প্রবীণ বয়সের মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ড সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। তারা সতর্ক করেছেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতা ও পরিবার-সমাজের ভূমিকাও অপরিহার্য।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সকল বয়সের মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।