শাহরাস্তি উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক অধ্যাপক মোঃ মোজাহার হোসেন তার বিরুদ্ধে একটি ফেইক আইডি থেকে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অপবাদমূলক পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, “আমি অধ্যাপক মোঃ মোজাহার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহশরীফ ডিগ্রী কলেজ। ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। বর্তমানে আমি শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার ব্যক্তিগত, রাজনৈতিক ও শিক্ষকতা জীবনে কখনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।”
তিনি আরও বলেন, “একটি ফেইক আইডি থেকে আমার বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে আমি নাকি থানায় তদবিরের জন্য লোক পাঠিয়েছি। এটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও কাল্পনিক। এই অপপ্রচার রাজনৈতিকভাবে আমাকে ও আমার দলকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে চালানো হয়েছে।”
অধ্যাপক মোজাহার হোসেন বলেন, “আমার দীর্ঘ ৩৪-৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনও অন্যায়ের কাছে মাথানত করিনি, যতদিন বেঁচে থাকব ততদিনও করব না। আমি এই ধরনের কুৎসিত প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি জানান, ঐ পোস্টে তিনি প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন, কিন্তু পোস্টদাতা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মন্তব্যটি মুছে ফেলেছে।
প্রতিবাদ লিপিতে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, “এই ধরনের নোংরামি বন্ধ না হলে আমি বাধ্য হব আইনগত ও সাংগঠনিকভাবে কঠোর পদক্ষেপ নিতে।”