ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শাহরাস্তিতে নো-পার্কিং নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে নো-পার্কিং নির্দেশ অমান্য করে দিনের বেলায় গাড়ি থেকে মালামাল নামানোর অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

জানা যায়, ঠাকুরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং ও মালামাল ওঠানামার কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশনা দেওয়া হয় যে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঠাকুরবাজার এলাকায় কোনো গাড়ি নো-পার্কিং এলাকায় থামানো বা মালামাল ওঠানামা করা যাবে না।

তবে বৃহস্পতিবার সেই নির্দেশনা অমান্য করে এক ব্যবসায়ী বাজারের ভেতর সড়কে গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মানিক হোসেন (৪৫), পিতা মৃত সায়েদ আলী, সাং কালিয়াপাড়া—কে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “ঠাকুরবাজার এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে এই অভিযান চলমান থাকবে। কেউ সরকারি নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ইমাম-খতিব, পরিবহন চালক ও ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে নো-পার্কিং নির্দেশ অমান্য করায় ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১২:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে নো-পার্কিং নির্দেশ অমান্য করে দিনের বেলায় গাড়ি থেকে মালামাল নামানোর অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

জানা যায়, ঠাকুরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সড়কে গাড়ি পার্কিং ও মালামাল ওঠানামার কারণে নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই নির্দেশনা দেওয়া হয় যে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঠাকুরবাজার এলাকায় কোনো গাড়ি নো-পার্কিং এলাকায় থামানো বা মালামাল ওঠানামা করা যাবে না।

তবে বৃহস্পতিবার সেই নির্দেশনা অমান্য করে এক ব্যবসায়ী বাজারের ভেতর সড়কে গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মানিক হোসেন (৪৫), পিতা মৃত সায়েদ আলী, সাং কালিয়াপাড়া—কে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, “ঠাকুরবাজার এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে এই অভিযান চলমান থাকবে। কেউ সরকারি নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box