ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মনিরুল হক, এএসআই (নিঃ) আমির হোসেন ও সঙ্গীয় ফোর্স। তারা সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম অভি (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম অভি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি জিআর মামলা নং–১০৯/২১ (১ বছর ১ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত), জিআর–১১৪৭/২৩ এবং জিআর–৩৬/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি বোরখা পরে পালানোর চেষ্টা করেছিল। তবে পুলিশের বুদ্ধিমত্তায় ধরা পড়ে সে।

এ ঘটনায় শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং–০৫, তাং–০৫/১০/২৫) দায়ের করা হয়েছে। পরে আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, “আইনের বাইরে কেউ নয়। মাদক ও অপরাধ দমনে শাহরাস্তি থানা সবসময় কঠোর অবস্থানে থাকবে।”

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ইমাম-খতিব, পরিবহন চালক ও ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

চাঁদপুরের শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া। সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) মনিরুল হক, এএসআই (নিঃ) আমির হোসেন ও সঙ্গীয় ফোর্স। তারা সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম অভি (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম অভি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগৈ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি জিআর মামলা নং–১০৯/২১ (১ বছর ১ মাস সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত), জিআর–১১৪৭/২৩ এবং জিআর–৩৬/২৩ মামলার পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় আসামি বোরখা পরে পালানোর চেষ্টা করেছিল। তবে পুলিশের বুদ্ধিমত্তায় ধরা পড়ে সে।

এ ঘটনায় শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং–০৫, তাং–০৫/১০/২৫) দায়ের করা হয়েছে। পরে আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, “আইনের বাইরে কেউ নয়। মাদক ও অপরাধ দমনে শাহরাস্তি থানা সবসময় কঠোর অবস্থানে থাকবে।”

Facebook Comments Box