কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কলেজ প্রশাসনের অনুমতি নিয়ে এই সেবা উদ্বোধন করা হয়।
আরমান হোসেন জানান, কলেজ ক্যাম্পাসকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাবান্ধব পরিবেশে রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়াশোনায় প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারবেন।
তিনি বলেন, “অনেক শিক্ষার্থী ইন্টারনেট না থাকার কারণে বিভাগীয় নোটিশ বা গুরুত্বপূর্ণ ক্লাস সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে জানতে পারে না। তাই ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সেবা তাদের জন্য সমান সুযোগ তৈরি করবে।”
কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আল-মামুন গাজী বলেন, “বর্তমানে বিজ্ঞান ও উচ্চশিক্ষা অনলাইন রিসোর্সের ওপর অনেকটাই নির্ভরশীল। এখন কলেজে ওয়াইফাই থাকায় ভিডিও লেকচার দেখা, গবেষণাপত্র পড়া কিংবা নতুন পরীক্ষার ধারণা নেওয়া অনেক সহজ হবে।”
তিনি আরও বলেন, “এই সেবা শিক্ষার্থীদের সময় ও পড়াশোনা—দুটোই আরও ফলপ্রসূ করবে।”
উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ কলেজ ক্যাম্পাসে প্রযুক্তিগত অগ্রগতি এবং শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।