চাঁদপুরের কচুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌরসভার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তমালকে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক তমাল ওই এলাকার দুলাল চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তমাল তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারের মাধ্যমে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করেন। পরে সেই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তমাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তমালের পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা স্বেচ্ছায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমাল চন্দ্র সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।