চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইমাম-খতিব, পরিবহন চালক ও ব্যবসায়ীদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার জামায়াত কার্যালয় অডিটোরিয়ামে এসব মতবিনিময় সভার আয়োজন করে শাহরাস্তি উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনি এলাকার এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
তিনি বলেন, “আলেমগণ সমাজের দর্পণ স্বরূপ। তারা সঠিক দায়িত্ব পালন করলে সমাজের অশান্তি ও বিশৃঙ্খলা অনেকাংশে দূর হবে। আলেমদের উচিত হক ও ন্যায়ের পথে চলা এবং মানুষকে তাতে আহ্বান করা।”
পরিবহন চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা এই দেশের খেটে খাওয়া মানুষের পক্ষের শক্তি। বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। পরিবহন শ্রমিকরা সমাজে অবহেলিত, অথচ তারাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে এই বৈষম্যের অবসান ঘটাবে ইনশাআল্লাহ।”
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ীদের আস্থার জায়গা ও নিরাপদ আশ্রয়। দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতকে একবার সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখতে অনুরোধ করছি।”
মতবিনিময় সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইবিডব্লিওএফ-এর সহ-সেক্রেটারি জেনারেল শিল্পপতি জিয়াউল হক, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা সোহেল আহমেদ চিশতী, জেলা মোয়াল্লেম মাওলানা ওয়ালীউল্যাহ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনউদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সভাগুলোতে শাহরাস্তি উপজেলার তিন শতাধিক ইমাম-খতিব, পরিবহন চালক এবং ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
সভা শেষে অতিথিরা বলেন, দেশের সার্বিক সংকট নিরসনে নৈতিক নেতৃত্ব, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণভিত্তিক রাজনীতি অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।