চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ব্যস্ততম ঠাকুরবাজারে প্রশাসনের নির্দেশনা অমান্য করে দিনের বেলায় সড়কে গাড়ি পার্কিং ও মালামাল উঠানামা অব্যাহত রাখায় কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে গত ২ নভেম্বর ২০২৪ তারিখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার এলাকায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত “নো পার্কিং” নির্দেশনা জারি করা হয়েছিল। তাতে স্পষ্টভাবে বলা হয়, কেউ যেন দিনের বেলায় ঠাকুরবাজারের ভেতরে রাস্তায় গাড়ি রেখে মালামাল উঠানামা না করে। কিন্তু প্রশাসনের সতর্কতা অমান্য করে কিছু ব্যবসায়ী নিয়ম ভেঙে প্রতিদিনই বাজার এলাকায় যানজট সৃষ্টি করে চলেছেন।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আইন মেনে চলার অঙ্গীকার দেন।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,
“প্রশাসন বারবার সতর্ক করেছে, কিন্তু অনেকে তা মানছেন না। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এবার থেকে কেউ নির্দেশনা অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় ট্রাক ও পিকআপে মালামাল ওঠানামার কারণে বাজার এলাকায় প্রতিদিনই তীব্র যানজট দেখা দেয়। এতে শিক্ষার্থী, পথচারী ও ক্রেতারা ভোগান্তিতে পড়েন।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের আশা, এ উদ্যোগে বাজারে শৃঙ্খলা ও স্বাভাবিক চলাচল ফিরবে।