ফেসবুকে একটি ছবি পোস্টকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে জামায়াত ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পালিশারা গ্রামে সংঘটিত এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে জামায়াতের স্থানীয় এক নেতা মাওলানা ইলিয়াস হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ রয়েছে, ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় একটি মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তাঁর ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেত্রী রুমি ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন। এ নিয়ে শুক্রবার সকালে বিএনপি নেতা–কর্মীরা তার জবাব চাইতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া শুরু হয়।
আহতদের মধ্যে রয়েছেন ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ ও বেশ কয়েকজন জামায়াত কর্মী। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, অসদুদ্দেশ্যে ছবি পোস্ট করায় জবাব চাইতে গেলে জামায়াত কর্মীরা অতর্কিত হামলা চালায়। অন্যদিকে জামায়াত নেতাদের অভিযোগ, অসাবধানতাবশত শেয়ার হওয়া পোস্ট দ্রুত ডিলিট করে দুঃখ প্রকাশ করা হলেও বিএনপি নেতা–কর্মীরাই প্রথম হামলা চালায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন।