ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

১০১ রানে অলআউট আয়ারল্যান্ড, হাসানের ৫ উইকেট

  • অফিস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • 664

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেটে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পেস বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে (২৮.১ ওভার) গেছে আইরিশ শিবির। সিরিজ জিততে টাইগারদের দরকার ১০২ রান।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস বোলিং তোপে হাসফাস অবস্থা ছিল আয়ারল্যান্ডের। ২৬ রান তুলতেই টপ অর্ডারের চার উইকেট হারায় দলটি। প্রথম তিন উইকেট নিয়ে এই আক্রমণের নেতৃত্ব দেন পেসার হাসান মাহমুদ। চতুর্থ উইকেট নেন তাসকিন আহমেদ।

টপ অর্ডারের চার ব্যাটার স্টেফান ডোহেনি (৮), পল স্টারলিং (৭), অ্যান্ডি বলবার্নি (৬), হ্যারি টেক্টর (০) ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

শুরুর বিপর্যয়ে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার প্রতিরোধের চেষ্টা করেন। দলীয় ৬৮ রানে এই জুটি ভাঙেন আরেক পেসার ইবাদত হোসেন। ৩১ বলে ২৮ রান করা টাকারকে ফেরান তিনি। পরের বলেই জর্জ ডকরেলকে বোল্ড করে দেন ইবাদতই।

এরপর ম্যাকব্রায়ানকে নাসুমের হাতে ক্যাচ বানান তাসকিন। সাত বলে মাত্র এক রান করেন ম্যাকব্রায়ান। একই ওভারে রানের খাতা খুলার আগেই তাসকিনের বলে সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ার।

ক্রিজে এক প্রান্ত ধরে খেলছিলেন কার্টিস ক্যাম্ফার। দলীয় ৯৬ রানের মাথায় তাকে ফেরান হাসান মাহমুদ। ৪৮ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাচ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন তিনটি, ইবাদত দুটি উইকেট নেন। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮৩ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

১০১ রানে অলআউট আয়ারল্যান্ড, হাসানের ৫ উইকেট

আপডেট সময় : ১১:১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেটে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের পেস বোলিং তোপে মাত্র ১০১ রানে গুটিয়ে (২৮.১ ওভার) গেছে আইরিশ শিবির। সিরিজ জিততে টাইগারদের দরকার ১০২ রান।

আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেস বোলিং তোপে হাসফাস অবস্থা ছিল আয়ারল্যান্ডের। ২৬ রান তুলতেই টপ অর্ডারের চার উইকেট হারায় দলটি। প্রথম তিন উইকেট নিয়ে এই আক্রমণের নেতৃত্ব দেন পেসার হাসান মাহমুদ। চতুর্থ উইকেট নেন তাসকিন আহমেদ।

টপ অর্ডারের চার ব্যাটার স্টেফান ডোহেনি (৮), পল স্টারলিং (৭), অ্যান্ডি বলবার্নি (৬), হ্যারি টেক্টর (০) ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

শুরুর বিপর্যয়ে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার প্রতিরোধের চেষ্টা করেন। দলীয় ৬৮ রানে এই জুটি ভাঙেন আরেক পেসার ইবাদত হোসেন। ৩১ বলে ২৮ রান করা টাকারকে ফেরান তিনি। পরের বলেই জর্জ ডকরেলকে বোল্ড করে দেন ইবাদতই।

এরপর ম্যাকব্রায়ানকে নাসুমের হাতে ক্যাচ বানান তাসকিন। সাত বলে মাত্র এক রান করেন ম্যাকব্রায়ান। একই ওভারে রানের খাতা খুলার আগেই তাসকিনের বলে সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ার।

ক্রিজে এক প্রান্ত ধরে খেলছিলেন কার্টিস ক্যাম্ফার। দলীয় ৯৬ রানের মাথায় তাকে ফেরান হাসান মাহমুদ। ৪৮ বলে চারটি চারে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ পাচ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন তিনটি, ইবাদত দুটি উইকেট নেন। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল রেকর্ড ১৮৩ রানে। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।

Facebook Comments Box