চাঁদপুরের শাহরাস্তিতে এক কিশোরীকে পারিবারিক কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত ৪ অক্টোবর সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজী বাড়ি এলাকায়।
ভুক্তভোগীর মা মাজুদা বেগম (৪৬) মঙ্গলবার শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বুধবার রাতে আসামি মোঃ গোলাপ রহমান (৬৫) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাজুদা বেগমের ১৪ বছর বয়সী কন্যা সেদিন সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে একই বাড়ির প্রতিবেশী গোলাপ রহমান তাকে জোরপূর্বক কবরস্থানে টেনে নিয়ে যায়। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে এবং মুখ বন্ধ রাখতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। চিৎকার শুনে মেয়েটি কোনোভাবে পালিয়ে বাড়িতে ফিরে আসে এবং মাকে ঘটনাটি জানায়।
মাজুদা বেগম বলেন, “আমার মেয়ে ভয় আর লজ্জায় কথা বলতে পারছিল না। পরে আমাকে সব খুলে বলে। আমি বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানালেও অভিযুক্তের পরিবার কোনো সমাধানে আসেনি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দিই।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত গোলাপ রহমানের বিরুদ্ধে আগে থেকেও অসামাজিক আচরণের অভিযোগ ছিল। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শাহরাস্তি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, "অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয়রা এই ঘটনায় কঠোর ব্যবস্থা দাবি করেছেন এবং বলছেন, "এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সমাজ ও প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।"
Email: janapadbarta@gmail.com All rights reserved 2025 WWW.JANAPADBARTA.COM
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮