চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূয়াপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ৯ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে গত বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় চাঁদ গাজী বেলা হাজী বাড়ির মসজিদের পেছনে।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিশু রবিউল আউয়াল সানি (৯) শাহরাস্তি পৌরসভার ২নং ওয়ার্ডের সুয়াপাড়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির বড় ভাই সোলায়মান হোসেন সম্রাট শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই এলাকার কয়েকজন কিশোর—মিরাজ হোসেন (১৫), আব্দুর রহমান (১০), জিহাদ হোসেন (১৬), অনিক হোসেন (১৫) ও আরও কয়েকজন অজ্ঞাত কিশোর—পূর্বপরিকল্পিতভাবে শিশুটির ওপর হামলা চালায়। স্থানীয়ভাবে তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
বাদী সম্রাট অভিযোগে জানান, ঘটনার সময় শিশুটির সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও ইট দিয়ে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহত শিশুটিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান। বর্তমানে সে ঢাকার অরোরা হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে আছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কিশোর গ্যাং দমন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
Email: janapadbarta@gmail.com All rights reserved 2025 WWW.JANAPADBARTA.COM
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮