চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রাম শুক্রবার বিকেলে পরিণত হয়েছিল উৎসবের গ্রামে। সামাজিক সংগঠন উনকিলা ইয়াং স্টার সোসাইটি ক্লাব এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করে বর্ণিল অনুষ্ঠানের। উনকিলা হাই স্কুলের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মধ্যে জার্সি বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কৃতজ্ঞতা পর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার মিজানুর রহমান লিটন, জসিম উদ্দিন, বাবুল মৃধা, পারভেজ, শামীম হোসেন, ডা. জুয়েল রানা, মোতাহের হোসেন বাবলু ও আরও অনেকে।
বক্তারা বলেন, গ্রামীণ তরুণদের এই সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। খেলাধুলা, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে যুবসমাজকে যুক্ত রাখাই এই ক্লাবের প্রধান লক্ষ্য।
উনকিলা ইয়াং স্টার সোসাইটির সদস্য মো. মজিব পাটোয়ারী বলেন, “এক বছর আগে আমরা কিছু তরুণ মিলে এই সংগঠন গড়ে তুলি। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা তৈরিতে আমরা একসঙ্গে কাজ করছি।”
অনুষ্ঠানে ক্লাবের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের পরিবর্তন শুরু হয় তরুণদের হাত থেকেই।
আলো, জার্সি আর হাসিমুখে ভরে উঠেছিল উনকিলা হাই স্কুল চত্বর। এক বছরের পথচলায় এই সংগঠন যেন প্রমাণ করেছে—তারুণ্যের উদ্যোগই সমাজের সবচেয়ে বড় শক্তি।
Email: janapadbarta@gmail.com All rights reserved 2025 WWW.JANAPADBARTA.COM
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮