বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা যুবদল নেতাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
আংশিক কমিটিতে সভাপতি পদে মোঃ ইমন মোল্লা, সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ ফাহাদ তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন করেন উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার (সোহেল) এবং সদস্য সচিব এহেতেশামুল গনি।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ইউনিয়নে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Email: janapadbarta@gmail.com All rights reserved 2025 WWW.JANAPADBARTA.COM
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮