চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজমেহার ইয়াং স্টার ক্লাব ও শাহরাস্তি আলো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শাহরাস্তি আলো ফাউন্ডেশন ২-১ গোলে জয় লাভ করে।
নিজমেহার ইয়াং স্টার ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন মোঃ বেলায়েত হোসেন। অন্যদিকে আলো ফাউন্ডেশনের পক্ষে গোল করেন মোঃ শোয়েব ও মোঃ আলআমিন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন যৌথভাবে বাঁধন ও মোঃ আজগর হোসেন মিয়াজি। সেরা গোলদাতা হন মোঃ আলআমিন এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোঃ ফয়সাল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই সংগঠনের সম্মানিত উপদেষ্টা হাজী মোঃ মহিন উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম জুয়েল ও মোঃ আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হায়দার, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবু সুফিয়ান, শুভাকাঙ্ক্ষী মোঃ আমিমূল এহছান হৃদয় ও মোঃ আজগর হোসেন মিয়াজি এবং নিজমেহার ইয়াং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মিয়াজি।
খেলার মাঠে দুই দলের খেলোয়াড়দের চমৎকার পারফরম্যান্স ও সমর্থকদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর। আয়োজকরা অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান।
Email: janapadbarta@gmail.com All rights reserved 2025 WWW.JANAPADBARTA.COM
যোগাযোগঃ ০১৮৮৬-৭৩০০০৮