মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবীকে তাৎক্ষণিক কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শনিবার, ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, বিকেল চারটায় শাহরাস্তির মেহের রেলস্টেশনের দক্ষিণ পাশে “উপলতা” নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযুক্ত মোঃ ইব্রাহিম (২৮), পিতা- আবু তাহের, গ্রাম- বাদিয়া, নিজ দোষ স্বীকার করে নেয় যে, তিনি মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন ধারায় তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এমন সিদ্ধান্ত স্থানীয় জনগণের মধ্যে প্রশংসার ঝড় তোলে।
এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, মোঃ আরিফ হোসাইনসহ সঙ্গীয় পুলিশ সদস্যবৃন্দ। অভিযান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন ছাত্রসমাজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই ধরনের কঠোর ও প্রমাণভিত্তিক পদক্ষেপকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে মাদকাসক্তি কমে আসবে এবং যুবসমাজ সুস্থ ধারায় ফিরে আসবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রশাসনিক ও সামাজিক শক্তির সম্মিলিত প্রয়াসই হতে পারে বাস্তবসম্মত সমাধান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, “মাদক সমাজকে গিলে খাচ্ছে। একে নির্মূল করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা ও পারিবারিক শিক্ষা একইভাবে গুরুত্বপূর্ণ। আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা চাই।”