নোয়াগাঁও ইসলামিয়া সুফিয়া এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে নব-নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
শনিবার সকাল ৮টায় এতিমখানার অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্টু। সভায় এতিমখানার সম্মানিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং নতুন কমিটির সদস্যদের পরিচিতির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।
সভায় বক্তারা এতিমখানার শিক্ষা, আবাসন, স্বাস্থ্য, ধর্মীয় কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন। আগত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আগামী দিনে এতিমখানাটিকে একটি আদর্শ ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, নোয়াগাঁও ইসলামিয়া সুফিয়া এতিমখানা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি রেজিঃ নং- চাঁদ/৪৪ (৬৬৭/৮০)/৮৬ অনুযায়ী সরকারি অনুমোদিত একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।