নড়াইলের লোহাগড়া উপজেলায় আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি সন্তান পেয়ে খুশিতে ভাসছেন তিনি ও তাঁর পরিবার।
শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানগুলোর জন্ম হয়। আলপনা খানম নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা খন্দকার সজিব হাসানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে আলপনাকে হাসপাতালে ভর্তি করা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক স্বরুপ গোলদারের নেতৃত্বে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং একে একে জন্ম নেয় তিনটি কন্যাসন্তান। বর্তমানে মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন।
নবজাতকদের বাবা খন্দকার সজিব হাসান বলেন, “বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যাসন্তান পেয়েছি—এটা আমাদের জন্য পরম আনন্দের বিষয়। পরিবারে সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন।”
হাসপাতালের ম্যানেজার মো. ইব্রাহিম জানান, “গর্ভবতী রোগীকে ভর্তি নেওয়ার পর চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন।”
গাইনি চিকিৎসক স্বরুপ গোলদার বলেন, “আলপনা শুরু থেকেই আমার তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানরা ভালো আছেন।”