ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

সাহাপুর ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল বাসারকে বিদায়ী সংবর্ধনা

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল বাসার-এর বদলি জনিত বিদায় ও শেষ কর্মদিবস উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।

বুধবার, ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব নিরুপম মজুমদার। অনুষ্ঠানে উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মাননা ও শুভকামনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

মো. আবুল বাসার একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা ও পেশাগত নিষ্ঠা উপজেলাবাসীর হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যাবে।

বিদায়ী বক্তব্যে মো. আবুল বাসার বলেন,

“আমি সব সময় জনগণের সেবায় কাজ করার চেষ্টা করেছি। সহকর্মী ও জনগণের আন্তরিক সহযোগিতা ছিল বলেই সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

সাহাপুর ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল বাসারকে বিদায়ী সংবর্ধনা

আপডেট সময় : ০৮:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আবুল বাসার-এর বদলি জনিত বিদায় ও শেষ কর্মদিবস উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন।

বুধবার, ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব নিরুপম মজুমদার। অনুষ্ঠানে উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তার প্রতি সম্মাননা ও শুভকামনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,

মো. আবুল বাসার একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ভূমি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা ও পেশাগত নিষ্ঠা উপজেলাবাসীর হৃদয়ে স্থায়ী ছাপ রেখে যাবে।

বিদায়ী বক্তব্যে মো. আবুল বাসার বলেন,

“আমি সব সময় জনগণের সেবায় কাজ করার চেষ্টা করেছি। সহকর্মী ও জনগণের আন্তরিক সহযোগিতা ছিল বলেই সফলভাবে দায়িত্ব পালন করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করা হয়।

Facebook Comments Box