ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫

শাহরাস্তিতে কৃষি অফিসের আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

দেশীয় ফলের চাষে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক প্রদর্শনী

“দেশি ফল বেশি খাই”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা ২০২৫। মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলাটির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের জনগণকে দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত করা এবং দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করা। মেলায় প্রদর্শিত হয় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কলা, ড্রাগন, আনারসসহ বিভিন্ন দেশীয় ও হাইব্রিড জাতের ফল।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তিনি বলেন, “দেশীয় ফল চাষের প্রসারে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো উচিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, আইসিটি কর্মকর্তা মো. শাহাজান, স্থানীয় চেয়ারম্যান রহুল আমিন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।

দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা দেশীয় ফলের প্রদর্শনী উপভোগ করেন এবং ফলের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক আলোচনা শোনেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত জয়, হাজিগঞ্জে এনএফসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে চমক দেখালো শাহরাস্তির তরুণরা

শাহরাস্তিতে কৃষি অফিসের আয়োজনে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

দেশীয় ফলের চাষে আগ্রহ বাড়াতে সচেতনতামূলক প্রদর্শনী

“দেশি ফল বেশি খাই”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হলো জাতীয় ফল মেলা ২০২৫। মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলাটির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ও জাতীয় পর্যায়ের জনগণকে দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবহিত করা এবং দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করা। মেলায় প্রদর্শিত হয় আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কলা, ড্রাগন, আনারসসহ বিভিন্ন দেশীয় ও হাইব্রিড জাতের ফল।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তিনি বলেন, “দেশীয় ফল চাষের প্রসারে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো উচিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, আইসিটি কর্মকর্তা মো. শাহাজান, স্থানীয় চেয়ারম্যান রহুল আমিন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ।

দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীরা দেশীয় ফলের প্রদর্শনী উপভোগ করেন এবং ফলের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক আলোচনা শোনেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box