ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

চাঁদপুরে এনসিপির ২৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার নতুন সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত স্মারকে ২৭ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

ঘোষিত জেলা কমিটিতে মো. মাহবুব আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। তার অধীনে সাতজন যুগ্ম সমন্বয়কারী ও উনিশজন সাধারণ সদস্য রয়েছেন। নতুন এই কমিটিকে পরবর্তী তিন মাসের জন্য জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অথবা চূড়ান্ত আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

কমিটির যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন:

  • খান মো. নিয়াজ মোর্শেদ
  • ডা. আরিফুল ইসলাম
  • আমান উল্লাহ
  • শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ)
  • তামিম খান
  • মো. নবীর হোসেন
  • মো. ফরহাদ আহমেদ আলী

সদস্য হিসেবে যাঁরা আছেন:
মো. মোকলেসুর রহমান মুকুল, মো. তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, খাজা মাঈনুল ইসলাম, আহমেদ সজীব, অ্যাডভোকেট আব্দুল জাব্বার, আজিজুল হক রাজু, ডি এম আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইমাদুল ইসলাম ইমাদ, মো. ইয়াছিন জামিল সিমান্ত, খালিদ মাহমুদ, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মুফতি মাহমুদ হাসান, মো. রাকিবুল হাসান, নুরুজ্জামান রুবেল, মো. শাহজাদা জামান ছাকিব এবং জান্নাতুল নাইমা।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বলেন, “এই সমন্বয় কমিটি মূলত একটি সার্চ কমিটি হিসেবে কাজ করবে। আগামী তিন মাসের মধ্যে জেলার যোগ্য ও কর্মঠ নেতাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, একই দিনে চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলার জন্যও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এর আগে ফরিদগঞ্জ, কচুয়া, হাইমচর ও মতলব উত্তর উপজেলার কমিটি গঠিত হয়েছে। বাকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিগগিরই কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

চাঁদপুরে এনসিপির ২৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা

আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার নতুন সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত স্মারকে ২৭ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।

ঘোষিত জেলা কমিটিতে মো. মাহবুব আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। তার অধীনে সাতজন যুগ্ম সমন্বয়কারী ও উনিশজন সাধারণ সদস্য রয়েছেন। নতুন এই কমিটিকে পরবর্তী তিন মাসের জন্য জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অথবা চূড়ান্ত আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

কমিটির যুগ্ম সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন:

  • খান মো. নিয়াজ মোর্শেদ
  • ডা. আরিফুল ইসলাম
  • আমান উল্লাহ
  • শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ)
  • তামিম খান
  • মো. নবীর হোসেন
  • মো. ফরহাদ আহমেদ আলী

সদস্য হিসেবে যাঁরা আছেন:
মো. মোকলেসুর রহমান মুকুল, মো. তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, খাজা মাঈনুল ইসলাম, আহমেদ সজীব, অ্যাডভোকেট আব্দুল জাব্বার, আজিজুল হক রাজু, ডি এম আলাউদ্দিন, হেলাল উদ্দিন, মো. ইমাদুল ইসলাম ইমাদ, মো. ইয়াছিন জামিল সিমান্ত, খালিদ মাহমুদ, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মুফতি মাহমুদ হাসান, মো. রাকিবুল হাসান, নুরুজ্জামান রুবেল, মো. শাহজাদা জামান ছাকিব এবং জান্নাতুল নাইমা।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বলেন, “এই সমন্বয় কমিটি মূলত একটি সার্চ কমিটি হিসেবে কাজ করবে। আগামী তিন মাসের মধ্যে জেলার যোগ্য ও কর্মঠ নেতাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, একই দিনে চাঁদপুর সদর ও মতলব দক্ষিণ উপজেলার জন্যও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এর আগে ফরিদগঞ্জ, কচুয়া, হাইমচর ও মতলব উত্তর উপজেলার কমিটি গঠিত হয়েছে। বাকি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিগগিরই কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box