ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫

ভয়ে আসেনি বরপক্ষ, পালিয়ে গেল কনের পরিবার

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (২৯ জুন) বিয়ের আয়োজন চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়।

কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আলীপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে উপস্থিত হলে কনের বয়স যাচাই করে দেখা যায় সে মাত্র ১৪ বছর বয়সী। আইন অনুযায়ী এটি বাল্যবিয়ে হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের সদস্যরা সরে পড়েন এবং বরপক্ষের কেউ বিয়ের স্থানে উপস্থিত হননি। পরে আদালত কিশোরীর ফুপা হালান সরদারকে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার মাহাবুবা ইসলাম জানান, বাল্যবিয়ের ক্ষেত্রে দুই পক্ষই সমানভাবে দায়ী। বরপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে কনের পরিবার থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রশিদপুর একতা বন্ধনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ভয়ে আসেনি বরপক্ষ, পালিয়ে গেল কনের পরিবার

আপডেট সময় : ১০:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ে আয়োজনের চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার (২৯ জুন) বিয়ের আয়োজন চলাকালীন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়।

কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম সোমবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আলীপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে উপস্থিত হলে কনের বয়স যাচাই করে দেখা যায় সে মাত্র ১৪ বছর বয়সী। আইন অনুযায়ী এটি বাল্যবিয়ে হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের সদস্যরা সরে পড়েন এবং বরপক্ষের কেউ বিয়ের স্থানে উপস্থিত হননি। পরে আদালত কিশোরীর ফুপা হালান সরদারকে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার মাহাবুবা ইসলাম জানান, বাল্যবিয়ের ক্ষেত্রে দুই পক্ষই সমানভাবে দায়ী। বরপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে কনের পরিবার থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

Facebook Comments Box