চাঁদপুরের শাহরাস্তিতে জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর উপাদান মেশানোসহ একাধিক গুরুতর অভিযোগে স্থানীয় একটি বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন শাহরাস্তি থানার পুলিশ অফিসার, সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পরিচিত একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খোলা অবস্থায় সংরক্ষণ, প্রয়োজনীয় তথ্যবিহীন ও অপরিচ্ছন্ন প্যাকেজিং এবং খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ব্যবহারের অভিযোগ ছিল। তাৎক্ষণিকভাবে তদারকিতে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা মোতাবেক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এই অভিযান ছিল জনস্বার্থে একটি সচেতনতামূলক উদ্যোগ। জনস্বাস্থ্য রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন,
“ভোক্তা হিসেবে আমরা যেন শুধুমাত্র স্বাদের প্রতি আকৃষ্ট না হয়ে খাদ্যবস্তুর গুণগত মান, উৎপাদন ও মেয়াদ যাচাই করি।”
এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের মাঝে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ প্রশংসিত হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নিয়মিত তদারকির মাধ্যমে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্যের বিরুদ্ধে একটি কার্যকর ব্যবস্থা গড়ে উঠবে।