চাঁদপুরের শাহরাস্তিতে রাজনৈতিক পরিবেশকে কেন্দ্র করে উত্তেজনার মাঝে ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও বর্তমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
অদ্য ২৮ জুন ২০২৫ ইং, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, এসআই(নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার শোরশাক গ্রাম থেকে নাহিদ খান (৩০), পিতা- আব্দুল আউয়াল, মাতা- নাজমা বেগম, সাং- ধোয়া বাড়ি, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার একটি ঘটনার জেরে বিএনপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে।
তবে আওয়ামীলীগ নেতাকর্মীদের দাবি, এটি সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার। নাহিদ খান দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
গ্রেফতারের পর যথাযথ প্রক্রিয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় বলে জানায় পুলিশ।