চাঁদপুরের শাহরাস্তি উপজেলার গর্বিত সন্তান, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজউদ দৌলা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চিরবিদায় জানানো হয়েছে।
অদ্য ২৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার — উপজেলা প্রশাসন, শাহরাস্তির পক্ষ থেকে মরহুমকে গার্ড অব অনার প্রদান করে যথাযোগ্য রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। রাষ্ট্রের এই আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার।
রাষ্ট্রীয় সম্মাননা কার্যক্রমে সহযোগিতা করেন শাহরাস্তি থানার সম্মানিত সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আলী এবং উপজেলা কমান্ডার (ভারপ্রাপ্ত), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহজাহান পাটোয়ারী।
স্থানীয় জনগণ, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকলের চোখে ছিল এক অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা—একজন দেশের জন্য জীবন বাজি রাখা মানুষের প্রতি শেষবারের মতো ভালোবাসা প্রকাশ।
মরহুম মোঃ সিরাজউদ দৌলা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবনপণ লড়াই করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা প্রশাসন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানায়।