ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: ৫টি কেন্দ্রে ১,৩১৭ পরীক্ষার্থী, নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় উপজেলার ছয়টি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ১,৩১৭ জন শিক্ষার্থী।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

শিক্ষার্থী সংখ্যা ও কেন্দ্রভিত্তিক বিভাজন

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চারটি কলেজ কেন্দ্রে অংশ নিচ্ছেন মোট ৯৬৭ জন পরীক্ষার্থী:

করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ: ছাত্রী – ১৬৫ জন। মেহের ডিগ্রি কলেজ: ছাত্র – ১৬৫, ছাত্রী – ১৮৫ (মোট – ৩৫০)। সূচীপাড়া ডিগ্রি কলেজ: ছাত্র – ১৩৩, ছাত্রী – ১৬৯ (মোট – ৩০২)। চিতোষী ডিগ্রি কলেজ: ছাত্র – ৭৩, ছাত্রী – ৭৭ (মোট – ১৫০)।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (এইচএসসি ভোকেশনাল):
চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্র – ৮৯ জন (ছাত্র – ৫৬, ছাত্রী – ৩৩)

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে (আলিম):
ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্র – ২৬১ জন (ছাত্র – ১৩৫, ছাত্রী – ১২৬)

কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের নেতৃত্বে ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশ্রাফ বলেন,

“শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ প্রস্তুত। অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২৬ জুন। শাহরাস্তির শিক্ষার্থীদের মধ্যেও এ উপলক্ষে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতির চিত্র।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার: ৫টি কেন্দ্রে ১,৩১৭ পরীক্ষার্থী, নিরাপত্তায় প্রশাসনের কড়া নজর

আপডেট সময় : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় উপজেলার ছয়টি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ১,৩১৭ জন শিক্ষার্থী।

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

শিক্ষার্থী সংখ্যা ও কেন্দ্রভিত্তিক বিভাজন

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চারটি কলেজ কেন্দ্রে অংশ নিচ্ছেন মোট ৯৬৭ জন পরীক্ষার্থী:

করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ: ছাত্রী – ১৬৫ জন। মেহের ডিগ্রি কলেজ: ছাত্র – ১৬৫, ছাত্রী – ১৮৫ (মোট – ৩৫০)। সূচীপাড়া ডিগ্রি কলেজ: ছাত্র – ১৩৩, ছাত্রী – ১৬৯ (মোট – ৩০২)। চিতোষী ডিগ্রি কলেজ: ছাত্র – ৭৩, ছাত্রী – ৭৭ (মোট – ১৫০)।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (এইচএসসি ভোকেশনাল):
চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্র – ৮৯ জন (ছাত্র – ৫৬, ছাত্রী – ৩৩)

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে (আলিম):
ভোলদিঘী কামিল মাদ্রাসা কেন্দ্র – ২৬১ জন (ছাত্র – ১৩৫, ছাত্রী – ১২৬)

কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্র সচিবদের নেতৃত্বে ইতোমধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশ্রাফ বলেন,

“শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আমরা সর্বোচ্চ প্রস্তুত। অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২৬ জুন। শাহরাস্তির শিক্ষার্থীদের মধ্যেও এ উপলক্ষে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতির চিত্র।

Facebook Comments Box