ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

“শাহরাস্তির নতুন ইউএনও নাজিয়া হোসেন: জনসেবায় গতিশীলতা আনার প্রত্যাশা”

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেলেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজিয়া হোসেন। মঙ্গলবার (২৪ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে শাহরাস্তি উপজেলায় বদলি করে পদায়ন করা হয়।

নাজিয়া হোসেন বর্তমানে সোনাগাজী, ফেনী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও স্পাউসের জেলা লক্ষ্মীপুর। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি এখন থেকে শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নাজিয়া হোসেন সরকারী দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন, যা তাঁকে প্রশাসনিকভাবে আরো অধিক ক্ষমতা প্রদান করবে।

স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, জনসেবায় অভিজ্ঞ ও জনমুখী প্রশাসনিক কার্যক্রমে পারদর্শী হিসেবে পরিচিত নাজিয়া হোসেনের আগমন শাহরাস্তি উপজেলায় প্রশাসনিক গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

শাহরাস্তিবাসী নতুন ইউএনও’র প্রতি শুভকামনা জানিয়েছেন এবং এলাকার উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করছেন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

“শাহরাস্তির নতুন ইউএনও নাজিয়া হোসেন: জনসেবায় গতিশীলতা আনার প্রত্যাশা”

আপডেট সময় : ১০:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেলেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাজিয়া হোসেন। মঙ্গলবার (২৪ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে শাহরাস্তি উপজেলায় বদলি করে পদায়ন করা হয়।

নাজিয়া হোসেন বর্তমানে সোনাগাজী, ফেনী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া হলেও স্পাউসের জেলা লক্ষ্মীপুর। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি এখন থেকে শাহরাস্তি উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নাজিয়া হোসেন সরকারী দাবি আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) অনুযায়ী সার্টিফিকেট অফিসার হিসেবেও দায়িত্ব পালন করবেন, যা তাঁকে প্রশাসনিকভাবে আরো অধিক ক্ষমতা প্রদান করবে।

স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, জনসেবায় অভিজ্ঞ ও জনমুখী প্রশাসনিক কার্যক্রমে পারদর্শী হিসেবে পরিচিত নাজিয়া হোসেনের আগমন শাহরাস্তি উপজেলায় প্রশাসনিক গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে।

শাহরাস্তিবাসী নতুন ইউএনও’র প্রতি শুভকামনা জানিয়েছেন এবং এলাকার উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করছেন।

Facebook Comments Box