চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল জলিল (৩৭) নামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে মাদক বেচাকেনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক গ্রামের আটিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে আব্দুল জলিলকে আটক করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১৭, তারিখ- ২৪.০৬.২০২৫ ইং; জি.আর. নং-১০৫/২০২৫ অনুসারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল জলিল, পিতা-মৃত হারেছ মিয়া ও মাতা-মোসাঃ মরিয়ম বেগমের সন্তান। তিনি শোরশাক গ্রামের ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন—
“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল জলিলকে আটক করি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ওসি আরও জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে মাদকবিরোধী এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা। তারা বলেন, “সমাজের ভবিষ্যৎ রক্ষায় এ ধরনের অভিযান সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”