চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ফুটবল অঙ্গনে এক উজ্জ্বল নাম রুবেল হোসেন (বোগদাদ)। দীর্ঘ ১৪ বছরের খেলোয়াড়ি অভিজ্ঞতা ও দক্ষতার স্বাক্ষর রেখে এবার তিনি নতুন এক যাত্রায় পা রাখলেন। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উঘারিয়া আনুষ্ঠানিকভাবে এই প্রতিভাবান স্ট্রাইকারকে দলে অন্তর্ভুক্ত করেছে।
শনিবার, ২১ শে জুন, ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রুবেল হোসেনকে ক্লাবের ১০ নম্বর জার্সি প্রদান করেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দিপু ও ক্লাব সভাপতি মোঃ মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়ানুরাগী, ক্লাব সদস্য ও গণমাধ্যমকর্মীরা।
রুবেল হোসেন শুধু শাহরাস্তি নয়, পুরো চাঁদপুর জেলার মাঠে মাঠে নিজের প্রতিভা ও সামর্থ্যের প্রমাণ রেখেছেন বহুবার। গত এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন স্থানীয় ও আন্তঃউপজেলা টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আক্রমণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে। তার গতি, বল কন্ট্রোল এবং গোল করার ক্ষমতা বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
ক্লাব সভাপতি মোঃ মাহবুবুর রহমান বলেন,
“রুবেল হোসেন শুধু একজন দক্ষ ফুটবলার নন, তিনি তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা বিশ্বাস করি, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে। আমাদের স্বপ্ন, স্থানীয় প্রতিভাদের একত্র করে একটি ঐক্যবদ্ধ ও পেশাদার দল গঠন করা—রুবেল সেই স্বপ্নপূরণে বড় ভূমিকা রাখবেন।”
ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দিপু বলেন,
“অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবকে আমরা শুধু একটি ক্লাব নয়, একটি কমিউনিটি আন্দোলনে রূপ দিতে চাই। খেলাধুলার মাধ্যমে সমাজ পরিবর্তনের যে শক্তি, সেটাকে কাজে লাগাতে চাই আমরা। রুবেল হোসেনের অন্তর্ভুক্তি সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা তাকে স্বাগত জানাই এবং বিশ্বাস করি তিনি আমাদের প্রত্যাশা পূরণে নিজের সর্বোচ্চটা দিবেন।”
অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব বর্তমানে নিজেদের নতুন রূপে উপস্থাপন করতে সচেষ্ট। ক্লাবের পরিচালনা পর্ষদ অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়দের যুক্ত করে শক্তিশালী স্কোয়াড গঠনে কাজ করছে। রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করা এই বৃহৎ পরিকল্পনারই একটি অংশ। ক্লাব কর্তৃপক্ষ জানায়, তারা শুধু ভালো খেলার লক্ষ্যই নয়, ভবিষ্যতে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এধরনের পদক্ষেপ নিচ্ছেন।
রুবেলের মতো খেলোয়াড়ের দলবদল স্থানীয় ফুটবলে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে যেমন তরুণ খেলোয়াড়রা উৎসাহিত হবেন, তেমনি ক্লাবগুলোর মধ্যে প্রতিযোগিতা ও পরিকল্পনার দৃষ্টিভঙ্গি আরও প্রসারিত হবে।