ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

শাহরাস্তি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ৬৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

শাহরাস্তি পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ টাকা বাজেট ঘোষণা করেছে। সম্প্রতি পৌরসভার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই বাজেট পেশ করা হয়।

বাজেটে মোট আয় ধরা হয়েছে প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা, যেখানে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৯৬ লাখ টাকা এবং পানির রাজস্ব হিসাব থেকে আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় হিসেবে ধরা হয়েছে ৫১ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকা

মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে রাজস্ব ব্যয় ১১ কোটি ৪২ লাখ টাকা, পানির খাতে ব্যয় ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ২ লাখ টাকা

উল্লেখযোগ্য দিকগুলো:

এই অর্থবছরে পৌরবাসীর ওপর কোনও নতুন কর আরোপ করা হয়নি

বাজেট প্রণয়নে স্থানীয় নাগরিকদের উন্নয়ন ও সুবিধা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

পৌর এলাকার সড়ক, ড্রেন, ঘাট, বিদ্যুৎ ও পানির লাইন নির্মাণ ও পুনঃনির্মাণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে।

পৌর কবরস্থান উন্নয়ন, ডাস্টবিন স্থাপন, মশক নিধন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ১০টি নতুন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে দাখিল করা হয়েছে।

“উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩য় পর্যায়ে গৃহীত ২৪০০ কোটি টাকার প্রকল্প” বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এই বাজেটের লক্ষ্য হলো নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি টেকসই ও আধুনিক পৌর অবকাঠামো নির্মাণ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার পৌর প্রশাসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

শাহরাস্তি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: ৬৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

আপডেট সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

শাহরাস্তি পৌরসভা ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ টাকা বাজেট ঘোষণা করেছে। সম্প্রতি পৌরসভার কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই বাজেট পেশ করা হয়।

বাজেটে মোট আয় ধরা হয়েছে প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা, যেখানে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে প্রায় ১১ কোটি ৯৬ লাখ টাকা এবং পানির রাজস্ব হিসাব থেকে আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় হিসেবে ধরা হয়েছে ৫১ কোটি ২ লাখ ৭৮ হাজার টাকা

মোট ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা। এরমধ্যে রাজস্ব ব্যয় ১১ কোটি ৪২ লাখ টাকা, পানির খাতে ব্যয় ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ২ লাখ টাকা

উল্লেখযোগ্য দিকগুলো:

এই অর্থবছরে পৌরবাসীর ওপর কোনও নতুন কর আরোপ করা হয়নি

বাজেট প্রণয়নে স্থানীয় নাগরিকদের উন্নয়ন ও সুবিধা সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

পৌর এলাকার সড়ক, ড্রেন, ঘাট, বিদ্যুৎ ও পানির লাইন নির্মাণ ও পুনঃনির্মাণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে।

পৌর কবরস্থান উন্নয়ন, ডাস্টবিন স্থাপন, মশক নিধন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ১০টি নতুন প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে দাখিল করা হয়েছে।

“উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩য় পর্যায়ে গৃহীত ২৪০০ কোটি টাকার প্রকল্প” বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এই বাজেটের লক্ষ্য হলো নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি টেকসই ও আধুনিক পৌর অবকাঠামো নির্মাণ। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার পৌর প্রশাসক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box