চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বিএনপির একজন অভিজ্ঞ নেতা, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং চাঁদপুর জেলা কাউন্সিলের সম্মানিত সদস্য কামরুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার (১৮ জুন) রাত ২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম কামরুল ইসলাম বিএনপির রাজনীতির পাশাপাশি সমাজসেবায়ও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানানো হয়েছে, জানাজা ও দাফন যোহরের নামাজের পরই অনুষ্ঠিত হবে।