গাজীপুরের শ্রীপুরে জুলাই যুদ্ধা রফিকুল ইসলাম রায়হান। তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ‘ সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়।’ মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেখানে মানুষের নিরাপত্তা নেই, সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের রিকশাচালক, শ্রমিক, গার্মেন্টসকর্মীসহ সবারই একটি অধিকার আছে, তা হলো নিরাপত্তা নিয়ে বেঁচে থাকার অধিকার।’
জুলাই যুদ্ধা রফিকুল ইসলাম রায়হান আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র বা সরকার ব্যবস্থা চাই যারা কাজ করবে নাগরিকের জন্য। শুধুমাত্র একটি দলের পক্ষ হয়ে কাজ করুক, আমরা সে সরকারও চাই না।’
তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি যেহেতু জনগণের কল্যাণে কাজ করে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে। সেই কারণে আমরা আপনাদের কাছে বদ্ধপরিকর থাকতে চাই।
এই শ্রীপুর উপজেলাবাসীর যে কোনো কাজে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। তিনি বলেন, “যা আমরা কমিটমেন্ট করব সেই কমিটমেন্ট আমরা রক্ষা করব, ইনশাআল্লাহ।