ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা

চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ শাহরাস্তি থানার তিন কর্মকর্তা অভিন্ন মানদণ্ডে মে/২০২৫ মাসে শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন। চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বার এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)। তিনি চোরাই মালামাল উদ্ধার, আসামি গ্রেফতারসহ সামগ্রিক কার্যক্রমে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওলিউল্লাহ। তদন্তকাজে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে অপরাধ উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি লাভ করেন।

এছাড়াও, চাঞ্চল্যকর মামলার ওয়ারেন্ট তামিলে অগ্রণী ভূমিকা রাখায় শাহরাস্তি থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ পদক লাভ করেন।

এই সম্মাননা শাহরাস্তি থানার সার্বিক পেশাদারিত্ব ও দক্ষতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসাথে জেলার অন্যান্য থানাগুলোতেও পুলিশের পেশাগত মান উন্নয়নে এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অর্জনের জন্য শাহরাস্তি থানা পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

শাহরাস্তি থানার গৌরবময় অর্জন: অভিন্ন মানদণ্ডে চার বিভাগে পুরস্কার পেলেন কর্মকর্তারা

আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ শাহরাস্তি থানার তিন কর্মকর্তা অভিন্ন মানদণ্ডে মে/২০২৫ মাসে শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন। চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বার এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)। তিনি চোরাই মালামাল উদ্ধার, আসামি গ্রেফতারসহ সামগ্রিক কার্যক্রমে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়ে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ হিসেবে পুরস্কার অর্জন করেন।

অন্যদিকে, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওলিউল্লাহ। তদন্তকাজে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে অপরাধ উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এই স্বীকৃতি লাভ করেন।

এছাড়াও, চাঞ্চল্যকর মামলার ওয়ারেন্ট তামিলে অগ্রণী ভূমিকা রাখায় শাহরাস্তি থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ পদক লাভ করেন।

এই সম্মাননা শাহরাস্তি থানার সার্বিক পেশাদারিত্ব ও দক্ষতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসাথে জেলার অন্যান্য থানাগুলোতেও পুলিশের পেশাগত মান উন্নয়নে এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অর্জনের জন্য শাহরাস্তি থানা পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box