ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১২৯৫ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ টিম।

ডিএনসি চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ও পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদুল হকের সমন্বয়ে ২০ সদস্যবিশিষ্ট একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে গ্রেফতার করা হয় মো. কাইয়ুম হোসেন (২৮), পিতা- আবদুর মমিন মিয়া, সাং- টোরাগড় উত্তরপাড়া, ওয়ার্ড-০৭, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর। তার কাছ থেকে একটি পলিথিনে ৬টি জিপারে মোট ১২০০ পিস ইয়াবা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর অভিযানে আটক করা হয় মো. ফারুক হোসেন (৩৫), পিতা- মৃত বুলু মিয়া, সাং- মকিমাবাদ, রাজবাড়ী, ওয়ার্ড-০৫, হাজীগঞ্জ পৌরসভা। তার কাছ থেকে একটি জিপারে ৯৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

উদ্ধারকৃত সব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ও ১৯(ক) ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন পরিদর্শক তাজুল ইসলাম।

ডিএনসি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ১২৯৫ পিস ইয়াবা ও ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ টিম।

ডিএনসি চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ও পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদুল হকের সমন্বয়ে ২০ সদস্যবিশিষ্ট একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে গ্রেফতার করা হয় মো. কাইয়ুম হোসেন (২৮), পিতা- আবদুর মমিন মিয়া, সাং- টোরাগড় উত্তরপাড়া, ওয়ার্ড-০৭, হাজীগঞ্জ পৌরসভা, চাঁদপুর। তার কাছ থেকে একটি পলিথিনে ৬টি জিপারে মোট ১২০০ পিস ইয়াবা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর অভিযানে আটক করা হয় মো. ফারুক হোসেন (৩৫), পিতা- মৃত বুলু মিয়া, সাং- মকিমাবাদ, রাজবাড়ী, ওয়ার্ড-০৫, হাজীগঞ্জ পৌরসভা। তার কাছ থেকে একটি জিপারে ৯৫ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

উদ্ধারকৃত সব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ও ১৯(ক) ধারায় হাজীগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন পরিদর্শক তাজুল ইসলাম।

ডিএনসি সূত্র জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি।

Facebook Comments Box