চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ রাগৈয়ে ব্যতিক্রমী এক সকালের যাত্রা শুরু করতে যাচ্ছে ‘রাগৈ ফাউন্ডেশন’। আগামী ২১ জুন ২০২৫ থেকে শুরু হচ্ছে এই অভিনব আয়োজন, যার মূল প্রতিপাদ্য—“এক স্বাস্থ্যকর ও বরকতময় সকালের যাত্রা”। প্রতিদিন ফজরের নামাজের পর নির্ধারিত রুটে ১ কিলোমিটার সকালের দৌড় ও ব্যায়ামের আয়োজন করা হবে, যার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার প্রচেষ্টা চালাবে সংগঠনটি।
এই আয়োজনে অংশগ্রহণ করতে হলে রাগৈ কাঠের মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে হবে। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে হবে সমবেত ব্যায়াম এবং ১ কিমি সকালের দৌড়। পরিশেষে ইশরাক নামাজের পর সকলের মাঝে পরিবেশন করা হবে সুষম ও স্বাস্থ্যকর নাশতা। নাশতার তালিকায় থাকছে সাদা ডিমের অমলেট, মৌসুমি সবজি, কলা, মধু, টোস্ট, মৌসুমি ফল ও আদা-গ্রিন টি। পুরো আয়োজনটি হবে নিয়মতান্ত্রিক, পরিচ্ছন্ন ও পরিবেশ-বান্ধব।
রাগৈ ফাউন্ডেশনের ওয়েলনেস অফিসার নাসিরুদ্দিন আব্দুল কাইয়ুম জানান, “আমরা বিশ্বাস করি, দিনের শুরুতে যদি নামাজ, শারীরিক চর্চা ও স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে নিজেকে প্রস্তুত করা যায়, তাহলে ব্যক্তির মন ও শরীর উভয়ই চাঙা থাকে। এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা শাহরাস্তির মানুষদের মধ্যে সচেতনতা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “বর্তমানে শহরগুলোতে স্বাস্থ্যসচেতনতা কিছুটা দেখা গেলেও গ্রামাঞ্চলে এই বিষয়ে ঘাটতি রয়েছে। আমরা চাইছি গ্রামের তরুণ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও যেন সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশ নেন। এতে স্বাস্থ্য যেমন ভাল থাকবে, তেমনি সামাজিক বন্ধনও মজবুত হবে।”
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হলে এলাকার সার্বিক জীবনযাত্রার মান উন্নত হবে।
রাগৈ ফাউন্ডেশন জানায়, সকালের যাত্রায় অংশগ্রহণ করতে হলে ফাউন্ডেশনের ওয়েলনেস অফিসার বা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকবে সম্মাননা ও আকর্ষণীয় উপহার।