চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পাঞ্চাইল এলাকায় এক রাতে গ্যারেজের তালা ভেঙে তিনটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা। অজ্ঞাতনামা চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী মালিক ও স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী ইমাম হোসেন (৪৪), পাঞ্চাইল মায়াচানি বাড়ীর বাসিন্দা, শাহরাস্তি থানায় লিখিত অভিযোগে জানান—তিনি মাত্র এক মাস আগে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন ২,২৭,০০০ টাকা দিয়ে। প্রতিদিনের মতো গত ১৪ জুন রাতে গাড়িগুলো চালিয়ে তাঁর ড্রাইভাররা সেগুলো গ্যারেজে চার্জে রেখে যান এবং সকালবেলায় গাড়ি বের করতে গিয়ে দেখেন, গ্যারেজের তালা ভাঙা এবং তিনটি অটোরিকশাই নিখোঁজ।
চুরির ঘটনা ঘটেছে রাত ১০টা ৩০ মিনিট থেকে পরদিন ভোর ৬টার মধ্যে। চোরেরা গ্যারেজের শাটার কেটে গাড়িগুলো নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পরিবার ও স্থানীয়দের নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো ফল মেলেনি। শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইমাম হোসেন।
এই ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইয়ের প্রবণতা বাড়ছে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা এখনও তেমন জোরদার হয়নি। অনেকেই মনে করছেন, এটি একটি সংগঠিত চোরচক্রের কাজ, যারা পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এমন চুরি করে যাচ্ছে।
অভিযোগপত্রে সাক্ষী হিসেবে উল্লেখ আছেন ড্রাইভার রবিউল ইসলাম ও আলাউদ্দিন, যারা প্রতিদিনের মতো গাড়ির চাবি নিয়ে গ্যারেজে গিয়ে চুরির বিষয়টি প্রথমে আবিষ্কার করেন। এছাড়াও কুমিল্লার মনোহরগঞ্জের এক ব্যক্তি শাহিনকেও সাক্ষী হিসেবে যুক্ত করা হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অজ্ঞাত চোরদের চিহ্নিত করতে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ শুরু করেছে।
এ ঘটনায় স্থানীয়রা গ্যারেজ ও চার্জিং স্টেশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে এমন চুরির ঘটনা পুনরায় না ঘটে।
চুরি হওয়া তিনটি অটোরিকশা উদ্ধারে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি চোরচক্র বা চোরাই যানবাহন সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে তা স্থানীয় পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।