ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে গাছে উস্কানিমূলক স্টিকার: জামায়াতের নাম ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা তৈরির অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঢুসুয়া গ্রামে সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী গাছের গায়ে উস্কানিমূলক রাজনৈতিক স্টিকার সাঁটিয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে বিদ্বেষমূলক ও সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্টিকারের নিচে লেখা ছিল—“বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ”—যা বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলে।

এই ঘটনার পরপরই শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল এক বিবৃতিতে বলেন,

“এই স্টিকার আমাদের সংগঠন কিংবা সহযোগী কোনো সংগঠনের সাথে সম্পর্কযুক্ত নয়। এটা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে করা হয়েছে। আমরা ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “যেকোনো উগ্রতা, সহিংসতার প্রচার বা সামাজিক বিভেদ সৃষ্টির বিপক্ষে জামায়াতে ইসলামী সর্বদা অবস্থান নেয়। কেউ জামায়াতের নাম ব্যবহার করে এমন কাজ করলে তাদের আইনের আওতায় আনা হোক।”

এলাকাবাসীর অনেকে বলছেন, এটি একটি গভীর ষড়যন্ত্র, যার লক্ষ্য রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করা এবং একটি দলকে ঘিরে জনমনে ভীতির আবহ তৈরি করা। তাদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপপ্রচারে না জড়াতে পারে।

রাজনৈতিক অস্থিতিশীলতা বা নির্বাচনী বছর ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা আমাদের দেশে নতুন নয়। কিন্তু উস্কানিমূলক ও সহিংসতামূলক ভাষা ব্যবহার করে গাছের গায়ে স্টিকার লাগানো একটি গুরুতর অপরাধ এবং তা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি স্বরূপ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে গাছে উস্কানিমূলক স্টিকার: জামায়াতের নাম ব্যবহার করে রাজনৈতিক উত্তেজনা তৈরির অভিযোগ

আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঢুসুয়া গ্রামে সম্প্রতি অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী গাছের গায়ে উস্কানিমূলক রাজনৈতিক স্টিকার সাঁটিয়েছে। এতে আওয়ামী লীগ ও বিএনপিকে কেন্দ্র করে বিদ্বেষমূলক ও সহিংসতা উসকে দেওয়ার মতো বক্তব্য থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্টিকারের নিচে লেখা ছিল—“বাংলাদেশ জামাতে ইসলাম জিন্দাবাদ”—যা বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলে।

এই ঘটনার পরপরই শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা কামাল এক বিবৃতিতে বলেন,

“এই স্টিকার আমাদের সংগঠন কিংবা সহযোগী কোনো সংগঠনের সাথে সম্পর্কযুক্ত নয়। এটা পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে করা হয়েছে। আমরা ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “যেকোনো উগ্রতা, সহিংসতার প্রচার বা সামাজিক বিভেদ সৃষ্টির বিপক্ষে জামায়াতে ইসলামী সর্বদা অবস্থান নেয়। কেউ জামায়াতের নাম ব্যবহার করে এমন কাজ করলে তাদের আইনের আওতায় আনা হোক।”

এলাকাবাসীর অনেকে বলছেন, এটি একটি গভীর ষড়যন্ত্র, যার লক্ষ্য রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করা এবং একটি দলকে ঘিরে জনমনে ভীতির আবহ তৈরি করা। তাদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপপ্রচারে না জড়াতে পারে।

রাজনৈতিক অস্থিতিশীলতা বা নির্বাচনী বছর ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা আমাদের দেশে নতুন নয়। কিন্তু উস্কানিমূলক ও সহিংসতামূলক ভাষা ব্যবহার করে গাছের গায়ে স্টিকার লাগানো একটি গুরুতর অপরাধ এবং তা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি স্বরূপ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

Facebook Comments Box