ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

ছুটি শেষে কর্মস্থলে ফেরা: শাহরাস্তিতে যাত্রীদের উপচে পড়া ভিড়

ঈদ ও অন্যান্য ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফেরা শুরু করেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত মানুষজন। ব্যতিক্রম নয় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা। ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফিরে যেতে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে দেখা গেছে ঘরমুখো মানুষের বিপরীতমুখী যাত্রার ব্যস্ততা।

শনিবার সকাল থেকে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাসে ঠাঁই না পেয়ে অনেকেই ভোররাত থেকেই স্ট্যান্ডে অপেক্ষা করছেন। কেউ কেউ দাঁড়িয়ে কিংবা প্রাইভেটকার রিজার্ভ করেও রওনা দিয়েছেন গন্তব্যের পথে। যাত্রীদের বেশিরভাগই ঢাকাগামী পোশাক কারখানার শ্রমিক, বেসরকারি চাকরিজীবী ও শিক্ষার্থী।

স্থানীয় বাসচালক রফিকুল ইসলাম বলেন, “ছুটি শেষে ঢাকায় ফিরে যাওয়ার এই সময়টায় প্রতিদিনই বাড়তি যাত্রী চাপ থাকে। আজ সকাল থেকেই প্রতিটি গাড়ি ফুল সিট নিয়ে ছেড়ে যাচ্ছে।”

শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় অবস্থানরত এক যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, “পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে আজ আবার কর্মস্থলের উদ্দেশে রওনা দিলাম। ঢাকার জীবন যতই কঠিন হোক, জীবিকার তাগিদেই তো যেতে হয়।”

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে দোয়াভাঙ্গা হয়ে যাত্রা করছেন রাজধানীর দিকে। বাসস্ট্যান্ডে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত বাসের ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নজর বাড়ানোর দাবি উঠেছে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা: শাহরাস্তিতে যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় : ০৯:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ঈদ ও অন্যান্য ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে কর্মস্থলে ফেরা শুরু করেছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত মানুষজন। ব্যতিক্রম নয় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা। ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফিরে যেতে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে দেখা গেছে ঘরমুখো মানুষের বিপরীতমুখী যাত্রার ব্যস্ততা।

শনিবার সকাল থেকে দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাসে ঠাঁই না পেয়ে অনেকেই ভোররাত থেকেই স্ট্যান্ডে অপেক্ষা করছেন। কেউ কেউ দাঁড়িয়ে কিংবা প্রাইভেটকার রিজার্ভ করেও রওনা দিয়েছেন গন্তব্যের পথে। যাত্রীদের বেশিরভাগই ঢাকাগামী পোশাক কারখানার শ্রমিক, বেসরকারি চাকরিজীবী ও শিক্ষার্থী।

স্থানীয় বাসচালক রফিকুল ইসলাম বলেন, “ছুটি শেষে ঢাকায় ফিরে যাওয়ার এই সময়টায় প্রতিদিনই বাড়তি যাত্রী চাপ থাকে। আজ সকাল থেকেই প্রতিটি গাড়ি ফুল সিট নিয়ে ছেড়ে যাচ্ছে।”

শাহরাস্তির দোয়াভাঙ্গা এলাকায় অবস্থানরত এক যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, “পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে আজ আবার কর্মস্থলের উদ্দেশে রওনা দিলাম। ঢাকার জীবন যতই কঠিন হোক, জীবিকার তাগিদেই তো যেতে হয়।”

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে দোয়াভাঙ্গা হয়ে যাত্রা করছেন রাজধানীর দিকে। বাসস্ট্যান্ডে কোনো ধরনের বিশৃঙ্খলা না থাকলেও যাত্রীদের ভোগান্তি কমাতে অতিরিক্ত বাসের ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নজর বাড়ানোর দাবি উঠেছে।

Facebook Comments Box