চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের যৌথ আয়োজনে আজ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এই খেলায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদল ৩-১ গোল ব্যবধানে জয় লাভ করে।
ম্যাচের প্রথমার্ধ থেকেই উভয় দলের খেলোয়াড়দের মাঝে ছিল প্রতিযোগিতার তীব্রতা ও ক্রীড়াসুলভ মনোভাব। সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের পক্ষে প্রথম গোলটি করেন শাহিন আলম শাকিল। দ্বিতীয় গোলটি করেন মোঃ শাকিল হোসেন এবং তৃতীয় ও শেষ গোলটি করেন মহিবুল হাসান নিলয়।
খেলায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রদলের জয়ের মাধ্যমে দলটির খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দলগত চেতনার প্রতিফলন ঘটে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে, যা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলবে।
স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা এমন আয়োজনকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথেই এগিয়ে যাবে।