ইকবাল হোসেনঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। এসময় তারা দলের কর্মসূচি, সংস্কারসহ বিভিন্ন দাবী নিয়ে তিনটি ইউনিয়নের বিভিন্ন দোকানপাটে লিফলেট বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোসিঙ্গা, রাজাবাড়ি ও প্রহ্লাদপুরসহ তিনটি ইউনিয়নে গিয়ে লিফলেট ও জনসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতাকর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার ,স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করে।
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠনের মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মাহমুদ নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন। মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ দেশটাকে যেন সামনের দিকে এগিয়ে না নেয়া যায় সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে।
এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জাতীয় নাগরিক পার্টি সাধারণ জনগণকে নিয়ে দাঁড়াচ্ছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলো সাধারণ জনগণের কাছে তুলে ধরছি। জনগণ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। সংস্কার নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা সরকারকে সমর্থন দিয়ে যাবো, ইনশাআল্লাহ।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, এডঃ আলী নাসের খান, জাতীয় নাগরিক পার্টি শ্রীপুর উপজেলার প্রতিনিধি- আবু রায়হান মিসবাহ, (জুলাই যুদ্ধা) রফিকুল ইসলাম রায়হান, আসাদুল ইসলাম ইমন, মামুন হাসান,ইমন হাসান,আনিকা তাহসীনা,ছোঁয়া,রেজাউল করিম,শরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন,মঈনুল, ছাইম, আলামিন, আরমান, ফয়সাল, মাসুদ, সাব্বির, রায়হান, সিয়াম, জাহিদ,জিহাদ,জাহিদ,রিয়াদ, ,শাহরিয়ার সৌরভ, আশরাফুল, আশিকসহ স্থানীয় নেত্রীবৃন্দ।