ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৯ জুন (রাত ১০:৩০ মিনিটে) শাহরাস্তি থানাধীন উঘারিয়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ শামসুল আলম (৩৬)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উঘারিয়া (হানিফ মুন্সি বেপারী বাড়ি, ৬নং ওয়ার্ড) এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মোঃ আলমগীর হোসেন এবং মাতার নাম শামসুন্নাহার।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামির পরিহিত লুঙ্গির কোচা থেকে তার নিজ হাতে বের করে দেওয়া সাদা পলিথিন মোড়ানো ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ (তিন হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল এবং এতে তরুণ সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।

চাঁদপুর জেলা পুলিশ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অভিযানটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম বার এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আপডেট সময় : ০১:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ৯ জুন (রাত ১০:৩০ মিনিটে) শাহরাস্তি থানাধীন উঘারিয়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ শামসুল আলম (৩৬)। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উঘারিয়া (হানিফ মুন্সি বেপারী বাড়ি, ৬নং ওয়ার্ড) এলাকার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মোঃ আলমগীর হোসেন এবং মাতার নাম শামসুন্নাহার।

পুলিশ জানায়, অভিযানের সময় আসামির পরিহিত লুঙ্গির কোচা থেকে তার নিজ হাতে বের করে দেওয়া সাদা পলিথিন মোড়ানো ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ (তিন হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছিল এবং এতে তরুণ সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল।

চাঁদপুর জেলা পুলিশ মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এবং মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ অভিযানটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম বার এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ।

Facebook Comments Box