বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ঈদুল আজহার পরপরই তৃণমূল সফরে নামছেন। বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচির পক্ষে গণসচেতনতা সৃষ্টি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তিনি আগামী ১০, ১১ ও ১২ জুন চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ জুন মঙ্গলবার বিকেল ৩টায় শাহরাস্তি পৌরসভার কালিয়াপাড়া এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরদিন ১১ জুন বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ কর্নেল এম আনোয়ার-উল-আজিম সাহেবের কবর জিয়ারত করবেন, এরপর বিকেল ৩টায় চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী কলেজ মাঠে একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করবেন। সফরের শেষ দিন, ১২ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় টামটা দক্ষিণ ইউনিয়নের দোপল্লা এলাকায় আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
ইঞ্জিনিয়ার মমিনুল হকের এ সফরের মূল উদ্দেশ্য হচ্ছে, বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে জনগণের মাঝে বার্তা পৌঁছে দেওয়া, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা এবং দলীয় সংগঠনকে পুনর্গঠিত ও উজ্জীবিত করা। ইতোমধ্যে শাহরাস্তি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা তার এ সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটওয়ারী লিটন এক বিবৃতিতে জানান, ইঞ্জিনিয়ার মমিনুল হকের সফরকে ঘিরে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি আন্তরিক আহ্বান জানান।