ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামালের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ”
(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু—আপনাদের প্রতি আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।)

তিনি বলেন, “ঈদুল আজহা কুরবানির ঈদ। এই পবিত্র দিনটি আমাদের ত্যাগ, আনুগত্য ও আত্মোৎসর্গের মহান আদর্শে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু কুরবানি করার মাধ্যমে আমরা তাকওয়া অর্জনের শিক্ষা লাভ করি। কুরআনে এসেছে—”

لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ
(তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না; বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। – সূরা আল-হাজ্জ: ৩৭)

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমরা নানা সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছি। ঈদুল আজহার শিক্ষা হলো—আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং মানবতার কল্যাণে আত্মোৎসর্গ। এই পবিত্র উপলক্ষে আমাদের উচিত ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করা।”

মোঃ মোস্তফা কামাল এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিই। গরিব-দুঃখী, অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সামাজিক ন্যায়ের প্রতিফলন ঘটাই।”

তিনি বলেন, “আমি শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণ, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন এবং আমাদের জীবনকে কল্যাণময় ও দয়ালু করে তোলেন। আমিন।”

পরিশেষে তিনি পবিত্র কুরআনের একটি দোয়াও তুলে ধরেন:

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
(হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে (আমাদের কুরবানি ও ইবাদত) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। – সূরা আল-বাকারা: ১২৭)

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামালের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

আপডেট সময় : ১২:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহরাস্তি উপজেলার আমীর মোঃ মোস্তফা কামাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,

“اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ”
(আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু—আপনাদের প্রতি আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।)

তিনি বলেন, “ঈদুল আজহা কুরবানির ঈদ। এই পবিত্র দিনটি আমাদের ত্যাগ, আনুগত্য ও আত্মোৎসর্গের মহান আদর্শে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু কুরবানি করার মাধ্যমে আমরা তাকওয়া অর্জনের শিক্ষা লাভ করি। কুরআনে এসেছে—”

لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ
(তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না; বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। – সূরা আল-হাজ্জ: ৩৭)

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আমরা নানা সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছি। ঈদুল আজহার শিক্ষা হলো—আল্লাহর আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং মানবতার কল্যাণে আত্মোৎসর্গ। এই পবিত্র উপলক্ষে আমাদের উচিত ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করা।”

মোঃ মোস্তফা কামাল এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিই। গরিব-দুঃখী, অসহায়, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সামাজিক ন্যায়ের প্রতিফলন ঘটাই।”

তিনি বলেন, “আমি শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণ, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্য কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন এবং আমাদের জীবনকে কল্যাণময় ও দয়ালু করে তোলেন। আমিন।”

পরিশেষে তিনি পবিত্র কুরআনের একটি দোয়াও তুলে ধরেন:

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
(হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে (আমাদের কুরবানি ও ইবাদত) কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। – সূরা আল-বাকারা: ১২৭)

Facebook Comments Box