পবিত্র ঈদুল আযহার পুণ্যময় মুহূর্তে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন খোকন।
তিনি এক বার্তায় বলেন, ঈদুল আযহা কেবল উৎসবের দিন নয়, এটি ত্যাগ, আত্মনিবেদন ও মানবিকতার অনন্য প্রতীক। হযরত ইব্রাহিম (আঃ) ও ইসমাইল (আঃ)-এর মহান আত্মত্যাগ আমাদের শেখায়—আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করাই ঈমানদারের পরিচয়।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে ঈদুল আযহার এই শিক্ষা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষ আজ শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার চায়। কোরবানির চেতনা আমাদের সেই আদর্শিক শক্তির প্রেরণা জোগায়, যাতে আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে পারি।”
শাহরাস্তি ও হাজীগঞ্জের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আনোয়ার হোসেন খোকন বলেন, “এই জনপদের মানুষের ভালোবাসা আমার রাজনীতির প্রেরণা। আমি সবসময় এই অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্মান ধরে রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ঈদ হোক পারস্পরিক সৌহার্দ্য, সাম্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার একটি সুবর্ণ সুযোগ।”
তিনি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—এই ঈদুল আযহা যেন দেশের প্রতিটি ঘরে বয়ে আনুক আনন্দ, ঐক্য ও রহমতের বারতা।