ঈদের শুভেচ্ছার মধ্য দিয়ে জনগণের পাশে থাকার বার্তা দিলেন মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহরাস্তি উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা শাখার সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন।
তিনি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে আনন্দময় দিন। এক মাস রমজানের আত্মসংযম ও ইবাদতের পর ঈদ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই দিনটিকে ঘিরে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয় পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির মেলবন্ধন।”
তিনি আরও বলেন, “এই পবিত্র দিনে আমি শাহরাস্তি উপজেলার প্রতিটি ঘরে ঘরে শান্তি, সুখ ও ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার কামনা করি। চলুন আমরা ভেদাভেদ ভুলে সবাই একসাথে ঈদের আনন্দ ভাগ করে নিই। সমাজে শান্তি, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা আমাদের পথ দেখাক।”
মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে ঈদ উদযাপনে সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানান।