শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়ে গাজীপুরের শ্রীপুর বাজার ব্যবসায়ী ও নিরাপত্তা পরিচলনা কমিটির সভাপতি আরিফ সরকার তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ-তিতীক্ষার এক ঐতিহাসিক অনুপম দৃষ্টান্ত।
আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করে মনের পশুত্বকে কোরবানি দেওয়ার নাম ঈদুল আজহা।
ঈদুল আজহার শিক্ষা আমাদেরকে সকল প্রকার জুলুম-শোষণের মূলোচ্ছেদ করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে একটি আদর্শ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করতে উজ্জীবিত করে।
তিনি আরও বলেন, ঈদুল আজহার শিক্ষা হল আল্লাহর প্রতি একনিষ্ট আনুগত্য করা। দুনিয়াবী সকল ভোগ-বিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর ভালোবাসার উর্ধ্বে উঠে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হল মুসলমানিত্ব।
এটা করে গেছেন আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আঃ)। জীবনের সর্বাধিক প্রিয় একমাত্র সন্তানকে নিজ হাতে কোরবানি করার কঠিনতম কাজ করতে গিয়ে তিনি আল্লাহর প্রতি অটুট আনুগত্য ও গভীর প্রেম এবং তাওহীদ ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
এর মাধ্যমে ইব্রাহিম (আঃ) অনাগত মানুষের নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষা রেখে গেছেন। ইব্রাহিম (আঃ) আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানির পশুর সাথে আমাদের মনের পশুত্বকে কোরবানি দিতে হবে।
মানুষে মানুষে মানবতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়ে যায়। ঐক্য, একাত্মবাদ, সাম্য-শান্তি, ধৈর্য ও ক্ষমার কথা বলে যায়। আমাদের স্মরণ করে দেয় আমরা সবাই আদম (সাঃ) সন্তান ও এক অভিন্ন পরিবার। ধনী-গরীবের ভেদাভেদ আমাদের মধ্যে থাকতে পারেনা। সুতরাং ঈদুল আজহা উদযাপনের মধ্য দিয়ে শ্রেণি বৈষ্যমের ভেড়াজাল ছিন্ন করে সকল মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সবাইকে ঈদ মোবারক।