ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫

“শাহরাস্তি-হাজীগঞ্জে ব্যারিষ্টার কামাল উদ্দিনের ‘ঈদ ভিশন’: ত্যাগের আলোয় আলোকিত হোক সমাজ!”

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা। কোরবানির পবিত্র রক্তস্রোতে ভেসে যাক সকল হিংসা-বিদ্বেষ, আত্মশুদ্ধির আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ – এই প্রত্যাশা নিয়ে শাহরাস্তি-হাজীগঞ্জ (চাঁদপুর-৫) আসনের আপামর জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল আযহার মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য এবং এই আসনে বিএনপির ধানের শীষের বলিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার কামাল উদ্দিন।

ঈদের এই পবিত্র লগ্নে, এক ব্যতিক্রমী শুভেচ্ছা বার্তায় ব্যারিষ্টার কামাল উদ্দিন ছন্দের সুরে বলেন:

“কোরবানির এই পবিত্র দিনে, ত্যাগের সুরে বাজে বীণ,
পশু কোরবানির সাথে সাথে, মনের পশু হোক বিলীন।
বিলিয়ে দেবার আনন্দে আজ, হৃদয় হোক উচাটন,
আল্লাহর রাহে উৎসর্গ হোক, আমাদের এই জীবন-মন।”

তিনি আরও বলেন, “ইব্রাহিম (আঃ) এর অতুলনীয় আত্মত্যাগ এবং আল্লাহ্‌র প্রতি তাঁর অবিচল আনুগত্যের স্মরণেই এই ঈদ। এই ঈদ আমাদের শেখায় শুধু পশু কোরবানি নয়, বরং নিজের ভেতরের আমিত্ব, লোভ, হিংসা, পরশ্রীকাতরতার মতো পশুসুলভ প্রবৃত্তিকে কোরবানি দিয়ে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা।”

ব্যারিষ্টার কামাল উদ্দিন শাহরাস্তি-হাজীগঞ্জবাসীর প্রতি তাঁর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন:

“শাহরাস্তি-হাজীগঞ্জের মাটি, এ যে আমার নাড়ির টান,
আপনাদের সুখ-দুঃখে আমি, সদা রবো বর্তমান।
ত্যাগের এই মহোৎসবে, আসুন শপথ করি সবে,
মানবতার সেবায় ব্রতী হয়ে, দেশ গড়বো গৌরবে।”

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আসুন, এই ঈদের পবিত্র দিনে আমরা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। কোরবানির গোশত তাদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। ত্যাগের এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্প্রীতির সমাজ গঠনে আত্মনিয়োগ করি।”

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি – এই কামনা করেন তিনি।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ব্যারিস্টার মো. কামাল উদ্দিন

“শাহরাস্তি-হাজীগঞ্জে ব্যারিষ্টার কামাল উদ্দিনের ‘ঈদ ভিশন’: ত্যাগের আলোয় আলোকিত হোক সমাজ!”

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা। কোরবানির পবিত্র রক্তস্রোতে ভেসে যাক সকল হিংসা-বিদ্বেষ, আত্মশুদ্ধির আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ – এই প্রত্যাশা নিয়ে শাহরাস্তি-হাজীগঞ্জ (চাঁদপুর-৫) আসনের আপামর জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদুল আযহার মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সম্মানিত সদস্য এবং এই আসনে বিএনপির ধানের শীষের বলিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিষ্টার কামাল উদ্দিন।

ঈদের এই পবিত্র লগ্নে, এক ব্যতিক্রমী শুভেচ্ছা বার্তায় ব্যারিষ্টার কামাল উদ্দিন ছন্দের সুরে বলেন:

“কোরবানির এই পবিত্র দিনে, ত্যাগের সুরে বাজে বীণ,
পশু কোরবানির সাথে সাথে, মনের পশু হোক বিলীন।
বিলিয়ে দেবার আনন্দে আজ, হৃদয় হোক উচাটন,
আল্লাহর রাহে উৎসর্গ হোক, আমাদের এই জীবন-মন।”

তিনি আরও বলেন, “ইব্রাহিম (আঃ) এর অতুলনীয় আত্মত্যাগ এবং আল্লাহ্‌র প্রতি তাঁর অবিচল আনুগত্যের স্মরণেই এই ঈদ। এই ঈদ আমাদের শেখায় শুধু পশু কোরবানি নয়, বরং নিজের ভেতরের আমিত্ব, লোভ, হিংসা, পরশ্রীকাতরতার মতো পশুসুলভ প্রবৃত্তিকে কোরবানি দিয়ে নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা।”

ব্যারিষ্টার কামাল উদ্দিন শাহরাস্তি-হাজীগঞ্জবাসীর প্রতি তাঁর ভালোবাসার কথা উল্লেখ করে বলেন:

“শাহরাস্তি-হাজীগঞ্জের মাটি, এ যে আমার নাড়ির টান,
আপনাদের সুখ-দুঃখে আমি, সদা রবো বর্তমান।
ত্যাগের এই মহোৎসবে, আসুন শপথ করি সবে,
মানবতার সেবায় ব্রতী হয়ে, দেশ গড়বো গৌরবে।”

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আসুন, এই ঈদের পবিত্র দিনে আমরা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। কোরবানির গোশত তাদের মাঝে বিলিয়ে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। ত্যাগের এই মহান আদর্শে উজ্জীবিত হয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্প্রীতির সমাজ গঠনে আত্মনিয়োগ করি।”

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, তা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। পবিত্র ঈদুল আযহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি – এই কামনা করেন তিনি।

Facebook Comments Box