বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগ শাসনামলে পরিবার বিএনপির রাজনীতি ও নিজে ছাত্রদলের রাজনীতি করায় পুলিশ কনস্টেবল ও বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি) এ চাকরি না পাওয়ার অভিযোগ করেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো: শান্ত হাসান।
মো: শান্ত হাসান চাঁদপুর জেলার শাহরাস্তি থানার চিতোষী পশ্চিম ইউনিয়ন কোঁয়ার গ্রামের আব্দুল মান্নানের তৃতীয় সন্তান। বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছে। মো: শান্ত হাসান চাঁদপুর সরকারি কলেজের শহীদ জিয়া ছাত্রাবাস ছাত্রদল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। পরিবারের বড় ছেলে হওয়াতে মো: শান্ত পুলিশ ও বিজিবিতে চাকরি পাওয়ার জন্য চেষ্টা চালায়।কিন্তু ভেরিফিকেশনে বাদ পড়েন।
পুলিশ ও বিজিবিতে চাকরি না পাওয়া নিয়ে আক্ষেপ করে স্যোসাল মিডিয়া ফেইসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন, ২০১৯ সালে চাঁদপুর জেলায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং ২০২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ৯৫ তম ব্যাচে সকল পরীক্ষা,মাঠের শারীরিক, মেডিকেল, লিখিত,চূড়ান্ত মেডিকেলে সিলেক্টে হওয়ার পরেও ভেরিফিকেশনে বাদ পড়ি। বিএনপির রাজনীতি ছাত্রদলের সাথে যুক্ত থাকার কারণে। এছাড়া ২০২২ সালে আমার ছোট ভাই মোঃ শাকিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় মাঠের শারীরিক,লিখিত, ভাইবা,মেডিকেলে সফলতার সাথে উত্তীর্ন হওয়ার পরেও ভেরিফিকেশনে বাদ পড়ে আমাদের পরিবার বিএনপি করার কারণে।
ছাত্রদল এ কর্মী আরো লিখেন, স্কুল লাইফ থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ২০১৪/১৫ সাল থেকেই প্রোগ্রামে অংশগ্রহণ শুরু করি। ২০২১ সালে চাঁদপুর সরকারি কলেজ শহীদ জিয়া হল ছাত্রদলের কমিটি পাওয়ার পর আমাকে হল থেকে বের করে দেওয়া হয়। আমার সিট থেকে আমার বেডিংপত্র বাহিরে ফেলে দেয়। ছাত্রলীগ কতৃক মারধর এবং কয়েকবার হেনস্তার শিকার হই। বিষয়টা কলেজ ছাত্রদল এবং জেলা ছাত্রদল অবগত আছেন।
২০১৮ সালের একতরফা রাতের ভোটের নির্বাচনের সময় যখন সারাদেশে থমথমে পরিস্থিতি। বিএনপি বলতে ভয় পেত। তখন আমরা আমাদের গ্রাম থেকে মিছিল বের করে শোডাউন দিয়েছি। সে রাতে আর এলাকার কেউ বাসায় থাকতে পারে নাই পুলিশের দৌড়ানিতে।
গত ১৬ বছরে আওয়ামী ভূমিদস্যু কর্তৃক আমাদের ৭২ ডিসিম জায়গা সম্পদ জবরদখল হইছে। যে বিষয়গুলো এখনো সুরাহা হয় নাই।
মো: শান্ত দৈনিক জনপদ বার্তাকে বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শাসন আমলে আমরা সকল কিছু থেকে বঞ্চিত ছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করার কারণে। আমার মত কেউ যাতে এ ধরণের জুলুমের শিকার না-হয় বঞ্চিত না-হয় নতুন বাংলাদেশে এটাই প্রত্যাশা করি।