ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক জাতি, সমৃদ্ধ হোক বাংলাদেশ: ঈদুল আযহায় ফখরুল ইসলাম বিলাসের প্রত্যাশা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সৌদি আরব প্রবাসী, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

এক শুভেচ্ছা বার্তায় ফখরুল ইসলাম বিলাস বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক মহান উপলক্ষ। এই ঈদ আমাদের হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর পরিবারের অতুলনীয় আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই ত্যাগের মূল বার্তা হলো স্রষ্টার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকেও তিনি দেশবাসীর জন্য এই পবিত্র ঈদে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। ফখরুল ইসলাম বিলাস উল্লেখ করেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে, মানুষের মৌলিক অধিকার সীমিত। ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে হবে।”

সৌদি আরবসহ বিশ্বের নানা দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সহমর্মিতা প্রকাশ করে ফখরুল ইসলাম বিলাস বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। তাঁদের এই ত্যাগ অপরিসীম। অনেকেই পরিবার থেকে দূরে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। ঈদুল আযহার এই পবিত্র দিনে তাঁদের ত্যাগ ও অবদানকে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “ঈদুল আযহার এই পবিত্র মুহূর্তে আমরা প্রবাসীরা দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করি। আমাদের দৃঢ় বিশ্বাস, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে পারব এবং দেশে একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক – এটাই আমাদের প্রত্যাশা।”

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা দেশের সূর্যসন্তান। আপনাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। বিএনপি সবসময় প্রবাসীদের অধিকার ও কল্যাণে সোচ্চার এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।”

পরিশেষে, তিনি কামনা করেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। আমিন।

ঈদ মোবারক!

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক জাতি, সমৃদ্ধ হোক বাংলাদেশ: ঈদুল আযহায় ফখরুল ইসলাম বিলাসের প্রত্যাশা

আপডেট সময় : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সৌদি আরব প্রবাসী, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি এবং শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস। ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

এক শুভেচ্ছা বার্তায় ফখরুল ইসলাম বিলাস বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এক মহান উপলক্ষ। এই ঈদ আমাদের হযরত ইব্রাহীম (আঃ) ও তাঁর পরিবারের অতুলনীয় আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এই ত্যাগের মূল বার্তা হলো স্রষ্টার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনেতা তারেক রহমানের পক্ষ থেকেও তিনি দেশবাসীর জন্য এই পবিত্র ঈদে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। ফখরুল ইসলাম বিলাস উল্লেখ করেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে, মানুষের মৌলিক অধিকার সীমিত। ঈদুল আযহার ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে হবে।”

সৌদি আরবসহ বিশ্বের নানা দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সহমর্মিতা প্রকাশ করে ফখরুল ইসলাম বিলাস বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে, পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। তাঁদের এই ত্যাগ অপরিসীম। অনেকেই পরিবার থেকে দূরে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। ঈদুল আযহার এই পবিত্র দিনে তাঁদের ত্যাগ ও অবদানকে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “ঈদুল আযহার এই পবিত্র মুহূর্তে আমরা প্রবাসীরা দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করি। আমাদের দৃঢ় বিশ্বাস, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকল সংকট কাটিয়ে উঠতে পারব এবং দেশে একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক – এটাই আমাদের প্রত্যাশা।”

প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা দেশের সূর্যসন্তান। আপনাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে। বিএনপি সবসময় প্রবাসীদের অধিকার ও কল্যাণে সোচ্চার এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবে।”

পরিশেষে, তিনি কামনা করেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। আমিন।

ঈদ মোবারক!

Facebook Comments Box