ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫

শাহরাস্তি মাতবে ঈদের ক্রিকেট আনন্দে: চেচিয়ালা পরিবারের জমকালো আয়োজন

ঈদ পুনর্মিলনীতে ভিন্নমাত্রা যোগ করবে মিনি ক্রিকেট টুর্নামেন্ট

পবিত্র ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য “ঈদ পুনর্মিলনী মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” আয়োজনের ঘোষণা দিয়েছে সুপরিচিত “চেচিয়ালা পরিবার, শাহরাস্তি শাখা”। এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে পুরো পৌরসভা এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পৌরসভার ১২টি ওয়ার্ডের ক্রিকেট দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজক কমিটির সক্রিয় সদস্য মোঃ মাজহারুল ইসলাম জুয়েল এবং সুজন আহম্মেদ জানিয়েছেন,  আগামী ৯ই তারিখ, সোমবার শাহরাস্তি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণ ক্রিকেটীয় উন্মাদনায় মুখরিত হবে। পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন করে তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দঘন টুর্নামেন্ট উপহার দেওয়াই আয়োজকদের প্রধান লক্ষ্য। এই ক্রিকেট উৎসব দুই দিনব্যাপী চলবে, যা দর্শকদের জন্য ভরপুর বিনোদনের খোরাক জোগাবে।

টুর্নামেন্টের নিয়মাবলী সম্পর্কে আয়োজকরা বিস্তারিত জানিয়েছেন। প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পেলেও, ১৪ সদস্যের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড জমা দিতে হবে। সকল দলের জন্য জার্সি পরিধান বাধ্যতামূলক করা হয়েছে এবং জার্সিতে আয়োজক কমিটি কর্তৃক সরবরাহকৃত লোগো ব্যবহার করতে হবে। পাশাপাশি, দলগুলো তাদের নিজস্ব লোগোও ব্যবহার করতে পারবে। জার্সির সামনের অংশে “শাহরাস্তি পৌরসভা” এবং নিজ নিজ ওয়ার্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। খেলার নিরপেক্ষতা ও মান নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায় থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যাদের নাম ও গ্রামের পরিচয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

খেলায় শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা বা কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। খেলা শেষে কোনো রকম মন কষাকষি বা মনোমালিন্য যাতে না থাকে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আয়োজকরা আম্পায়ারদের কাছ থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করেন। প্রতিটি দলকে আম্পায়ারদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের প্রচার ও প্রসারের অংশ হিসেবে, প্রতিটি ওয়ার্ডের টিম ম্যানেজার এবং টিম মালিকদের তাদের দলের চূড়ান্ত স্কোয়াড নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করার জন্য উৎসাহিত করা হয়েছে। “চেচিয়ালা পরিবার” এর এই উদ্যোগকে একটি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে না দেখে, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধন তৈরির এক চমৎকার সুযোগ হিসেবে দেখছেন এলাকাবাসী। আয়োজকরা বিশ্বাস করেন, এই আয়োজন শাহরাস্তিবাসীর জন্য ঈদের আনন্দের পাশাপাশি সুস্থ বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পুরো শাহরাস্তি শীঘ্রই এই মিনি ক্রিকেট জ্বরে আক্রান্ত হবে।

Facebook Comments Box
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গ্রাম থেকে গ্লোবাল ভাবনায় “পরানপুর মানব উন্নয়ন সংস্থা” — শিক্ষায় আলোকবর্তিকা জ্বালাতে ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তি মাতবে ঈদের ক্রিকেট আনন্দে: চেচিয়ালা পরিবারের জমকালো আয়োজন

আপডেট সময় : ০৭:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

ঈদ পুনর্মিলনীতে ভিন্নমাত্রা যোগ করবে মিনি ক্রিকেট টুর্নামেন্ট

পবিত্র ঈদের আনন্দকে দ্বিগুণ করতে এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে শাহরাস্তিতে এক বর্ণাঢ্য “ঈদ পুনর্মিলনী মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” আয়োজনের ঘোষণা দিয়েছে সুপরিচিত “চেচিয়ালা পরিবার, শাহরাস্তি শাখা”। এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে পুরো পৌরসভা এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পৌরসভার ১২টি ওয়ার্ডের ক্রিকেট দলগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজক কমিটির সক্রিয় সদস্য মোঃ মাজহারুল ইসলাম জুয়েল এবং সুজন আহম্মেদ জানিয়েছেন,  আগামী ৯ই তারিখ, সোমবার শাহরাস্তি মডেল স্কুল মাঠ প্রাঙ্গণ ক্রিকেটীয় উন্মাদনায় মুখরিত হবে। পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন করে তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দঘন টুর্নামেন্ট উপহার দেওয়াই আয়োজকদের প্রধান লক্ষ্য। এই ক্রিকেট উৎসব দুই দিনব্যাপী চলবে, যা দর্শকদের জন্য ভরপুর বিনোদনের খোরাক জোগাবে।

টুর্নামেন্টের নিয়মাবলী সম্পর্কে আয়োজকরা বিস্তারিত জানিয়েছেন। প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পেলেও, ১৪ সদস্যের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড জমা দিতে হবে। সকল দলের জন্য জার্সি পরিধান বাধ্যতামূলক করা হয়েছে এবং জার্সিতে আয়োজক কমিটি কর্তৃক সরবরাহকৃত লোগো ব্যবহার করতে হবে। পাশাপাশি, দলগুলো তাদের নিজস্ব লোগোও ব্যবহার করতে পারবে। জার্সির সামনের অংশে “শাহরাস্তি পৌরসভা” এবং নিজ নিজ ওয়ার্ডের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। খেলার নিরপেক্ষতা ও মান নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায় থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের আম্পায়ার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যাদের নাম ও গ্রামের পরিচয় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

খেলায় শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। কোনো প্রকার সমস্যা সৃষ্টি করা বা কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। খেলা শেষে কোনো রকম মন কষাকষি বা মনোমালিন্য যাতে না থাকে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আয়োজকরা আম্পায়ারদের কাছ থেকে সম্পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করেন। প্রতিটি দলকে আম্পায়ারদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের প্রচার ও প্রসারের অংশ হিসেবে, প্রতিটি ওয়ার্ডের টিম ম্যানেজার এবং টিম মালিকদের তাদের দলের চূড়ান্ত স্কোয়াড নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করার জন্য উৎসাহিত করা হয়েছে। “চেচিয়ালা পরিবার” এর এই উদ্যোগকে একটি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে না দেখে, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মেলবন্ধন তৈরির এক চমৎকার সুযোগ হিসেবে দেখছেন এলাকাবাসী। আয়োজকরা বিশ্বাস করেন, এই আয়োজন শাহরাস্তিবাসীর জন্য ঈদের আনন্দের পাশাপাশি সুস্থ বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পুরো শাহরাস্তি শীঘ্রই এই মিনি ক্রিকেট জ্বরে আক্রান্ত হবে।

Facebook Comments Box